Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এপিএ

উপজেলা অফিসের কর্মসম্পাদনের সার্বিক চিত্র
(Overview of the Performance of the Upazilla Office)

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

*ক্লাস রুম , বারান্দা সহ পুরো প্রতিষ্ঠান সংস্কার ও রং করে পুরো প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধি করে উন্নত পরিবেশ তৈরি করা হয়েছে।
* শিক্ষা প্রকৌশল কর্তৃক শিক্ষক রুম, অধ্যক্ষ রুম, অফিসের বারান্দা ও একাডেমিক রুম টাইলস করা হয়েছে।
* ৬৪ টিএসসি সক্ষমতা বৃদ্ধি প্রকল্প কর্তৃক প্রাপ্ত যন্ত্রপাতি ও মালমাল সংশ্লিষ্ট শাখায় স্থাপন করা হয়েছে।
* প্রতিষ্ঠানে ওয়াই-ফাই সহ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, ক্লোজ সার্কিট ক্যামেরা এবং দৃষ্টি নন্দন বিল বোর্ড স্থাপন করা হয়েছে।
* ক্লাসরুম ও ওয়ার্কসপে মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করা হয়েছে।
* শিল্প-কারখানার সহিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
* শিক্ষা প্রকৌশল কর্তৃক ২টি হাফ বিল্ডিং নির্মাণ করা হয়েছে।
* টিন সেড রুমে সিলিং স্থাপন করে শিক্ষার্থীদের ক্লাস রুম হিট প্রুপ করা হয়েছে।
* মেইন বিল্ডিং সংস্কার, বাউন্ডারী ওয়াল রং সহ উচুকরণ, বাউন্ডারী ওয়ালে কারিগরি শিক্ষা বিষয়ক শ্লোগান লিপিবদ্ধ করা হয়েছে।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

* শিক্ষক ও কর্মচারীর স্বল্পতা।
* অবকাঠামোর স্বল্পতা।
* আধুনিক যন্ত্রপাতি ও ওয়ার্কসপের অভাব।
* সামাজিক সচেতনতার অভাব।
* ইন্ডাষ্ট্রি লিংকেজের অভাব।

ভবিষ্যৎ পরিকল্পনা:

* স্মার্ট শিক্ষার জন্য স্মার্ট ক্লাস রুম, স্মার্ট ওয়ার্কশপ, স্মার্ট ল্যাব তৈরি করণ।
* দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজার উপযোগী দক্ষ জনবল তৈরী করণ।
* শীক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে উৎসাহিত করে দক্ষতা বৃদ্ধি করন।
* কারিগরি শিক্ষার হার বৃদ্ধি, ড্রপ আউট হ্রাস ও পরীক্ষার ফলাফলের হার বৃদ্ধি করণ।
* আত্মকর্মসংস্থানে উৎসাহিত করণ।
* প্রতিষ্ঠানের ভিতর বিভিন্ন অবস্থানে শ্রেণীকক্ষের যাতায়াতের জন্য শেডসহ রাস্তা নির্মাণ।
* স্মার্ট সভা/সেমিনার কক্ষ নির্মাণ।

২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • ৭৯৫ জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান।
  • ৩০ জন শিক্ষক , কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান।
  • প্রতিষ্ঠানের ক্রয় কার্যক্রম ই-জিপি এর মাধ্যমে সম্পন্ন করা।
  • এসেট প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অনুমোদিত শর্ট কোর্স এর প্রশিক্ষণের মাধ্যমে ৩৭৫ জন বেকার যুবক / যুবতীর দক্ষতা বৃদ্ধি করণ।
  • পৌরসভার মাধ্যমে প্রতিষ্ঠানের পানি নিষ্কাষনের জন্য ড্রেনেজ ব্যাবস্থা করা।
  • শিক্ষা প্রকৌশল কর্তৃক প্রশাসনিক বিল্ডিং এর পুরাতন জানালা পরিবর্তন করে উন্নত থাই জানালা স্থাপন করে সৌন্দর্য বৃদ্ধি করণ।
  • শিক্ষা প্রকৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানের ইনসাইডে সিকিউরিটি ও গার্ডেন লাইটিং ব্যবস্থা করা।
  • প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ উন্নয়ন।


সেকশন ১
উপজেলা অফিসের রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কর্মসম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবলি

১.১ রূপকল্প (Vision)

২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে যুগোপযোগীকরণ, মানব সম্পদের উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জীবন যাত্রার মান উন্নয়ন।

১.২ অভিলক্ষ্য (Mission)

মান সম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচী প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, আদর্শ মান নির্ধারন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন।

১.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র

  • ১.৩.১ উপজেলা অফিসের কর্মসম্পাদনের ক্ষেত্র
  • ১. মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিস্তারের লক্ষ্যে সুযোগ - সুবিধা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি;
  • ২. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মান উন্নয়ন;
  • ৩. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় প্রশাসনিক কার্যক্রম ও মনিটরিং জোরদারকরণ;
  • ৪. দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি;
  • ১.৩.২ সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র
  • ১. সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ

১.৪ কার্যাবলি (Functions)

  • ১. চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে উৎসাহিত করা;
  • ২. শিক্ষকের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টি ভঙ্গির উন্নয়ন ঘটানো;
  • ৩. জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের চাহিদা নিরুপন;
  • ৪. স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন এবং কর্মসুচি গ্রহণ;
  • ৫. দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান ও শিল্পকারখানার মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ৬. ছাত্রছাত্রীদের সর্বাধুনিক প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে স্কিলস কম্পিটিশন ও জবফেয়ার আয়োজন।
  • ৭. কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বিষয়ভিত্তিক সেমিনার ও কর্মশালা আয়োজন;
  • ৮. জেন্ডার সমতা বিধান কল্পে কারিগরি শিক্ষায় মহিলাদের উৎসাহিত করতে মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন, মহিলা কোটা বৃদ্ধি, মহিলা বান্ধব ট্রেড প্রবর্তন ও সুযোগ সুবিধা বৃদ্ধি;
  • ৯. দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান ( বেসিক কোর্স, শর্ট কোর্স, ৩৬০ ঘন্টার কোর্স ইত্যাদি)
  • ১০. চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় আইন/পলিসি/কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিষয় ভিত্তিক কর্মশালা আয়োজন।
  • ১১. বার্ষিক ক্রয় পরিকল্পনা বাস্তবায়ন।
  • ১২. স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত ও হালনাগাদকরণ।


সেকশন ২
বিভিন্ন কার্যক্রমের ফলাফল/প্রভাব (Outcome/Impact)

ফলাফল/প্রভাব কর্মসম্পাদন সূচকসমূহ একক প্রকৃত অর্জন
২০২২-২৩
প্রকৃত অর্জন*
২০২৩-২৪
লক্ষ্যমাত্রা
২০২৪-২৫
প্রক্ষেপণ নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের
ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত
মন্ত্রণালয়/বিভাগ/ সংস্হাসমূহের নাম
উপাত্তসূত্র
২০২৫-২০২৬ ২০২৬-২০২৭
এসএসসি/এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা/ডিগ্রী পর্যায়ে ছাত্র-ছাত্রী ভর্তির হার ২০৪০ সালে ১৫.০০ এ উন্নীতকরণ এর অংশ হিসাবে এনরোলমেন্ট হার % ৫.০৭ ৭.৮২ ৮.২৫ ৮.৮৭ ৯.১০ কামাশিবি, কাশিঅ ও বাকাশিবো এসডিজির মনিটরিং এর মূল্যায়ন কাঠামো, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান
এসএসসি/এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা/ডিগ্রী পর্যায়ে ছাত্র-ছাত্রী ঝরে পড়ার হার ২০৪০ সালে ১০.০০ এ নামিয়ে আনার লক্ষ্যে ঝড়ে পড়ার হার % ৩২.০০ ২৮.৯৫ ২৭.৮৪ ২৬.৭২ ২৫.৬১ কামাশিবি, কাশিঅ ও বাকাশিবো এসডিজির মনিটরিং এর মূল্যায়ন কাঠামো, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান
এসএসসি/এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা/ডিগ্রী পর্যায়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক অনুপাত ২০৪০ সালে ১৬.১-এ উন্নীতকরণের অংশ হিসাবে ছাত্র-শিক্ষক অনুপাত অনুপাত ৪২.৩:১ ৪১.৮:১ ৪০.৩:১ ৩৮.৭:১ ৩৭.২:১ কামাশিবো, কাশিঅ ও বাকাশিবো এসডিজির মনিটরিং এর মূল্যায়ন কাঠামো, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি বাজেট বাস্তবায়ন % ৮০.০০ ৮২.০০ ৮৫.০০ ৮৭.০০ ৮৭.২৫ কাশিঅ, আরডিও, ইঞ্জি. কলেজ, টিটিটিসি, ভিটিটিআই, পলিটেকনিক/মনোটেকনিক, টিএসসি প্রতিষ্ঠান সমূহের বাজেট বরাদ্ধ ও ব্যায়ের আইবাস রিপোর্ট।

*সাময়িক (provisional) তথ্য


সেকশন ৩
কর্মসম্পাদন পরিকল্পনা

কৌশলগত
উদ্দেশ্য    
কৌশলগত উদ্দেশ্যের মান       কার্যক্রম       কর্মসম্পাদন সূচক একক কর্মসম্পাদন সূচকের মান প্রকৃত অর্জন ২০২২-২৩ প্রকৃত অর্জন* ২০২৩-২৪ লক্ষ্যমাত্রা/নির্ণায়ক ২০২৪-২৫ প্রক্ষেপণ ২০২৫-২০২৬ প্রক্ষেপণ ২০২৬-২০২৭
অসাধারণ অতি উত্তম উত্তম চলতি মান চলতি মানের নিম্নে
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
উপজেলা অফিসের কৌশলগত উদ্দেশ্যসমুহ
[১] মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিস্তারের লক্ষ্যে সুযোগ - সুবিধা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি; ২৫ [১.১] শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান [১.১.১] উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা ৮০০ ৮৫০ ৯০০ ৮১০ ৭২০ ৬৩০ ৫৪০ ৯০০ ৯৫০
[১.২] প্রতিষ্ঠানে ছাত্রী/মহিলা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি। [১.২.১] সুবিধা বৃদ্ধিকৃত সংখ্যা ০৪ ০৪ ০৪ ০৪ ০৩ ০৩ ০২ ১৬ ১৫
[১.৩] প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা বৃদ্ধি [১.৩.১] সুবিধা বৃদ্ধিকৃত সংখ্যা ০৩ ০৩ ০৩ ০৩ ০৩ ০৩ ০২ ০৪ ০৫
[১.৪] কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভাবমুর্তির উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রচার প্রচারণা। [১.৪.১] প্রচার কার্যক্রম পরিচালিত সংখ্যা ০২ ০২ ০২ ০২ ০১ ০১ ০১ ০২ ০৩
[১.৫] বার্ষিক ক্রয় পরিকল্পনা বাস্তবায়ন [১.৫.১] বার্ষিক ক্রয় পরিকল্কাপনা অনুযায়ী ক্রয় কার্য সম্পাদিত % ১০০% ১০০% ১০০ ৯০ ৮০ ৭০ ৬০ ১০০% ১০০%
[১.৫.২] ই-জিপি এর মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পাদিত। % ১০০ ১০০ ১০০ ৯০ ৮০ ৭০ ৬০ ১০০ ১০০
[১.৬] স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত / হালনাগাতকরণ [১.৬.১] স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত / হালনাগাতকৃত তারিখ ১৫-১২-২০২২ ১৫-১২-২০২৩ ১৭-১২-২০২৪ ১৫-০১-২০২৫ ২০-০৩-২০২৫ ১৫-০৪-২০২৫ ১৫-০৫-২০২৫ ১৫-১২-২০২৫ ১৫-১২-২০২৬
[২] কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মান উন্নয়ন; ২০ [২.১] শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ আয়োজন [২.১.১] শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ আয়োজন সংখ্যা ০২ ০২ ০২ ০২ ০১ ০১ ০১ ০২ ০২
[২.২] মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বোদ্ধকরণের জন্য শিক্ষার্থীদের অংশগ্রহনে সন্ত্রাস/ জংগীবাদ/ সাম্প্রদায়িক বিরুধী সভা / সেমিনার আয়োজন [২.২.১] সভা সেমিনার / কর্মশালা / মতবিনিময় আয়োজিত সংখ্যা ০২ ০২ ০২ ০২ ০২ ০১ ০১ ০২ ০২
[২.৩] শিক্ষক কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লার্নিং সেশন আয়োজন। [২.৩.১] লার্ণিং সেশন আয়োজিত সংখ্যা ০০ ০০ ০২ ০২ ০২ ০১ ০১ ০৩ ০৩
[২.৪] ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের লক্ষ্যে জব ফেয়ার আয়োজন এবং অংশ গ্রহন। [২.৪.১] জব ফেয়ার আয়োজিত / অংশ গ্রহনকৃত সংখ্যা ০১ ০১ ০১ ০১ ০১

০১ ০১
[২.৫] ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কিলস কম্পিটিশন/ উদ্ভাবনী মেলা/ ডিজিটাল মেলা/ উন্নয়ন মেলা/ বিজ্ঞান মেলায় অংশ গ্রহন। [২.৫.১] ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কিলস কম্পিটিশন/ উদ্ভাবনী মেলা/ ডিজিটাল মেলা/ উন্নয়ন মেলা/ বিজ্ঞান মেলায় অংশ গ্রহনকৃত সংখ্যা ০০ ০১ ০১ ০১ ০১

০১ ০১
[২.৬] শিক্ষাবর্ষপঞ্জী মোতাবেক পাঠ্যসুচী সমাপন [২.৬.১] ইয়ারপ্লান অনুযায়ী তাত্বিক ও ব্যবহারিক ক্লাস পরিচালিত % ১০০ ১০০ ১০০ ৯০ ৮০ ৭০ ৬০ ১০০ ১০০
[২.৭] মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস গ্রহণ [২.৭.১] মাল্টিমিডিয়ার মাধ্যমে তাত্বিক ক্লাস গ্রহন সংখ্যা ১০ ১০ ১০ ০৯ ০৮ ০৭ ০৬ ১৫ ২০
[২.৭.২] মাল্টিমিডিয়া কন্টেন্ট ওয়েবসাইটে আপলোড কৃত। সংখ্যা ১০ ১০ ১০ ০৯ ০৮ ০৭ ০৬ ১৫ ২০
[৩] কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় প্রশাসনিক কার্যক্রম ও মনিটরিং জোরদারকরণ; ১৫ [৩.১] প্রাতিষ্ঠানিক নিরাপত্তা (সীমানা প্রাচীর/ গেইট/ দরজা / জানালা মেরামত/ সিসি টিভি ক্যামেরা স্থাপন/ নিরাপত্তা প্রহরী মোতায়েন ইত্যাদি) বৃদ্ধি [৩.১.১] নিরাপত্তা বৃদ্ধিতে কার্যক্রম গৃহীত সংখ্যা ০২ ০২ ০২ ০২ ০২ ০১ ০১ ০২ ০২
[৩.২] অংশীজনের সমন্বয়ে সভা/ সেমিনার/ কর্মশালা আয়োজন [৩.২.১] সভা/সেমিনার/কর্মশালা আয়োজিত সংখ্যা ০৪ ০৪ ০৪ ০৪ ০৩ ০৩ ০২ ০৪ ০৪
[৩.৩] শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে বায়োমেট্রিক হাজিরার প্রতিবেদন প্রেরণ [৩.৩.১] দৈনিক হাজিরার মাসিক সার সংক্ষেপ তৈরি করে অধিদপ্তরে প্রেরিত সংখ্যা ০০ ০০ ১২ ১১ ১০ ০৮ ০৭ ১২ ১২
[৩.৪] দরিদ্র তহবিলের সুষ্ঠ ব্যবস্থাপনা [৩.৪.১] দরিদ্র তহবিলের অর্থ সুষ্ঠভাবে বন্টনকৃত তারিখ ১০-০৬-২০২৩ ১০-০৬-২০২৪ ১০-০৬-২০২৫ ১৫-০৬-২০২৫ ২০-০৬-২০২৫ ২৫-০৬-২০২৫ ২৯-০৬-২০২৫ ১০-০৬-২০২৬ ১০-০৬-২০২৭
[৩.৫] প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্য নিজস্ব ওয়েব সাইটে ও অধিদপ্তরের HRMIS সফট ওয়ারে হালনাগাত করণ [৩.৫.১] তথ্য বাতায়নে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য হালনাগাতকৃত তারিখ ১০-০৬-২০২৩ ১০-০৬-২০২৪ ১০-০৬-২০২৫ ১৫-০৬-২০২৫ ২০-০৬-২০২৫ ২৫-০৬-২০২৫ ২৯-০৬-২০২৫ ১০-০৬-২০২৬ ১০-০৬-২০২৭
[৪] দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি; ১০ [৪.১] ইনহাউজ প্রশিক্ষণ প্রদান। [৪.১.১] প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক সংখ্যা ০০ ০০ ২০ ১৮ ১৬ ১৪ ১২ ২০ ২০
[৪.১.২] প্রশিক্ষন প্রাপ্ত কর্মচারী সংখ্যা ০০ ০০ ১০ ০৯ ০৮ ০৭ ০৬ ১০ ১০
[৪.২] ছাত্র ছাত্রীদের শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ প্রদান। [৪.২.১] ছাত্র ছাত্রীদের শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ প্রদানকৃত। সংখ্যা ৮৭৬ ৮৫০ ৯০০ ৮১০ ৭২০ ৬৩০ ৫৪০ ১০০০ ১০০০
[৪.৩] কারিগরি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি - কলেজ লিংকেজ বৃদ্ধি [৪.৩.১] সমঝোতা স্মারক স্বাক্ষরিত সংখ্যা ০৬ ০৫ ০৪ ০৪ ০৩ ০৩ ০২ ০৫ ০৫
[৪.৪] চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব বাজারের উপযোগী ল্যাব / ওয়ার্কসপ আধুনিকরণ [৪.৪.১] ল্যাব / ওয়ার্কশপের সংখ্যা সংখ্যা ০০ ০১ ০১ ০১ ০১ ০১
০২ ০২


কৌশলগত
উদ্দেশ্য    
কৌশলগত উদ্দেশ্যের মান       কার্যক্রম       কর্মসম্পাদন সূচক একক কর্মসম্পাদন সূচকের মান প্রকৃত অর্জন ২০২২-২৩ প্রকৃত অর্জন* ২০২৩-২৪ লক্ষ্যমাত্রা/নির্ণায়ক ২০২৪-২৫ প্রক্ষেপণ ২০২৫-২০২৬ প্রক্ষেপণ ২০২৬-২০২৭
অসাধারণ অতি উত্তম উত্তম চলতি মান চলতি মানের নিম্নে
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমুহ
[১] সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ ৩০ [১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০ ১০ ১০




১০ ১০
[১.২] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.২.১] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০ ১০ ১০




১০ ১০
[১.৩] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.৩.১] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ০৪ ০৪




০৪ ০৪
[১.৪] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.৪.১] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ০৩ ০৩




০৩ ০৩
[১.৫] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.৫.১] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ০৩ ০৩




০৩ ০৩

*সাময়িক (provisional) তথ্য


সংযোজনী-১

সংযোজনী-১

ক্রমিক নম্বর শব্দসংক্ষেপ
(Acronyms)
বিবরণ
আইএমসি ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি
আইপিবিএমএস ইন্সটিটিউট পারফরমেন্স বেসড মেনেজমেন্ট সিস্টেম
আইসিটি ইনফরমেশন এন্ড কমিনিউকিশন টেকনোলজি
আরটিও রেজিস্ট্রার্ড ট্রেণিং অর্গানাইজেশন
আরডিও রিজোনাল ডাইরেক্টর অফিস
ইসি ইঞ্জিনিয়ারিং কলেজ
এনএসডিএ ন্যাশনাল স্কিলস্ ডেভেলপমেন্ট অথোরিটি
এনটিভিকিউএফ ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক
এনসিটিবি - ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড
১০ এপিএ এনুয়্যাল পারফরম্যান্স এগ্রিমেন্টস
১১ এপিএএমএস এনুয়্যাল পারফম্যান্স এগ্রিমেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম
১২ এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
১৩ এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং
১৪ এসইআইপি স্কিল ফর এমপ্লয়ম্যান্ট ইনভেস্টম্যান্ট প্রজেক্ট
১৫ এসইআইপি স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম
১৬ কাশিঅ কারিগরি শিক্ষা অধিদপ্তর
১৭ জিটিএসসি গৌরীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ
১৮ টি, এম, ই,ডি টেকনিক্যাল এন্ড মাদ্রাসা ইডুকেশন ডিপার্টমেন্ট
১৯ টিএসসি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
২০ টিটিটিসি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ
২১ টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
২২ টিভিআই টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
২৩ টিভিইটি টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এÐ ট্রেনিং
২৪ টিভিইটিএমআইএস টেকনিক্যাল এÐ ভোকেশনাল এডুকেশন এÐ ট্রের্নিং ম্যানেজমেন্ট এÐ ইনফরমেশন সিস্টেম
২৫ টেক টেন্ডার ইভালুয়েশন কমিটি
২৬ পিআই পলিটেকনিক ইন্সটিটিউট
২৭ বাকচু বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
২৮ বাকাশিবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
২৯ বিএমটি বিজনেজ ম্যানেজমেন্ট টেকনোলজি
৩০ ভিটিআই ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট
৩১ শিম শিক্ষা মন্ত্রণালয়
৩২ সিবিটি কম্পিটেন্সি বেসড ট্রেনিং
৩৩ স্টেপ স্কিলস এন্ড ট্রেণিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট
৩৪ হোপ হেড অব দি প্রকিউরমেন্ট এনটিটি


সংযোজনী ২: কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক

কার্যক্রম কর্মসম্পাদন সূচকসমূহ বাস্তবায়নকারী অনুবিভাগ, অধিশাখা, শাখা লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণক
[১.১] শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান [১.১.১] উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী অধ্যক্ষ ও একাডেমিক শাখা। উপবৃত্তি এম আই এস সফট ওয়ারের স্ক্রীন শর্ট , পে রোল।
[১.২] প্রতিষ্ঠানে ছাত্রী/মহিলা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি। [১.২.১] সুবিধা বৃদ্ধিকৃত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটি কার্যক্রম বাস্তবায়নের প্রতিবেদন ও ছবি।
[১.৩] প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা বৃদ্ধি [১.৩.১] সুবিধা বৃদ্ধিকৃত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটি কার্যক্রম বাস্তবায়নের প্রতিবেদন ও ছবি।
[১.৪] কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভাবমুর্তির উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রচার প্রচারণা। [১.৪.১] প্রচার কার্যক্রম পরিচালিত একাডেমিক শাখা কার্যক্রম বাস্তবায়নের প্রতিবেদন ও ছবি।
[১.৫] বার্ষিক ক্রয় পরিকল্পনা বাস্তবায়ন [১.৫.১] বার্ষিক ক্রয় পরিকল্কাপনা অনুযায়ী ক্রয় কার্য সম্পাদিত অধ্যক্ষ ও ক্রয় কমিটি হালনাগাত বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) ও বাজেট ব্যায়ের আইবাস কপি।
[১.৫.২] ই-জিপি এর মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পাদিত। অধ্যক্ষ ও ক্রয় কমিটি হালনাগাত বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) ও বাজেট ব্যায়ের আইবাস কপি।
[১.৬] স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত / হালনাগাতকরণ [১.৬.১] স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত / হালনাগাতকৃত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটি প্রস্তুতকৃত / হালনাগাত কৃত স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকার কপি।
[২.১] শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ আয়োজন [২.১.১] শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ আয়োজন অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত/ কার্যবিবরণী, সং শ্লিষ্ট কমিটি, ক্রীড়া ও সাঙ্গস্কৃতিক অনুষ্ঠান সূচী ও ছবি
[২.২] মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বোদ্ধকরণের জন্য শিক্ষার্থীদের অংশগ্রহনে সন্ত্রাস/ জংগীবাদ/ সাম্প্রদায়িক বিরুধী সভা / সেমিনার আয়োজন [২.২.১] সভা সেমিনার / কর্মশালা / মতবিনিময় আয়োজিত একাডেমিক ও প্রশাসনিক শাখা নোটিশ, কার্যবিবরণী, হাজিরা, প্রতিবেদন
[২.৩] শিক্ষক কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লার্নিং সেশন আয়োজন। [২.৩.১] লার্ণিং সেশন আয়োজিত অধ্যক্ষ ও প্রশাসনিক কমিটি নোটিশ/ সিডিউল / অংশ গ্রহঙ্ক্রীদের হাজিরার কপি
[২.৪] ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের লক্ষ্যে জব ফেয়ার আয়োজন এবং অংশ গ্রহন। [২.৪.১] জব ফেয়ার আয়োজিত / অংশ গ্রহনকৃত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটি অফিস আদেশ, অংশকারী ছাত্র-ছাত্রীদের নামের তালিকা, অংশ গ্রহনকারী শিল্পপ্রতিষ্ঠানের নামের তালিকা, চাকুরীপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তালিকা
[২.৫] ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কিলস কম্পিটিশন/ উদ্ভাবনী মেলা/ ডিজিটাল মেলা/ উন্নয়ন মেলা/ বিজ্ঞান মেলায় অংশ গ্রহন। [২.৫.১] ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কিলস কম্পিটিশন/ উদ্ভাবনী মেলা/ ডিজিটাল মেলা/ উন্নয়ন মেলা/ বিজ্ঞান মেলায় অংশ গ্রহনকৃত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটি অফিস আদেশ বা আমন্ত্রণ পত্র, প্রদর্শিত প্রজেক্ট বা উদ্ভাবনের তালিকা, অংশ গ্রহন কারি ছাত্র ছাত্রীদের তালিকা ও মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানের অবস্থান সং ক্রান্ত বিবরণ।
[২.৬] শিক্ষাবর্ষপঞ্জী মোতাবেক পাঠ্যসুচী সমাপন [২.৬.১] ইয়ারপ্লান অনুযায়ী তাত্বিক ও ব্যবহারিক ক্লাস পরিচালিত অধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষক অনুষ্ঠিত ক্লাশের শতকরা হার উল্ল্যেখ পূর্বক অধ্যক্ষ মহোদয় কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ন।
[২.৭] মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস গ্রহণ [২.৭.১] মাল্টিমিডিয়ার মাধ্যমে তাত্বিক ক্লাস গ্রহন অধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষক এ সংক্রান্ত সার সংক্ষেপ
[২.৭.২] মাল্টিমিডিয়া কন্টেন্ট ওয়েবসাইটে আপলোড কৃত। অধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষক আপলোড কৃত মাল্টিমিডিয়া কন্টেন্টের ওয়েব লিংক ও স্ক্রীন শর্ট
[৩.১] প্রাতিষ্ঠানিক নিরাপত্তা (সীমানা প্রাচীর/ গেইট/ দরজা / জানালা মেরামত/ সিসি টিভি ক্যামেরা স্থাপন/ নিরাপত্তা প্রহরী মোতায়েন ইত্যাদি) বৃদ্ধি [৩.১.১] নিরাপত্তা বৃদ্ধিতে কার্যক্রম গৃহীত অধ্যক্ষ, নিরাপত্তা কর্মকর্তা ও কেয়ারটেকার নিরাপত্তা বৃদ্ধিতে বাস্তবায়িত কার্যক্রমের বিবরণ উল্ল্যেখ করে প্রত্যয়ন ও ছবি
[৩.২] অংশীজনের সমন্বয়ে সভা/ সেমিনার/ কর্মশালা আয়োজন [৩.২.১] সভা/সেমিনার/কর্মশালা আয়োজিত একাডেমিক ও প্রশাসনিক শাখা নোটিশ, কার্যবিবরণী, হাজিরা ও প্রতিবেদন
[৩.৩] শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে বায়োমেট্রিক হাজিরার প্রতিবেদন প্রেরণ [৩.৩.১] দৈনিক হাজিরার মাসিক সার সংক্ষেপ তৈরি করে অধিদপ্তরে প্রেরিত অধ্যক্ষ ও উচ্চমান সহকারী দৈনিক বায়োমেট্রিক হাজিরার মাসিক সার সংক্ষেপ
[৩.৪] দরিদ্র তহবিলের সুষ্ঠ ব্যবস্থাপনা [৩.৪.১] দরিদ্র তহবিলের অর্থ সুষ্ঠভাবে বন্টনকৃত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটি দরিদ্র তহবিলের অর্থ প্রাপ্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের তালিকা ও নির্ধারিত তারিখের মধ্যে অর্থ বিতরণের কপি
[৩.৫] প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্য নিজস্ব ওয়েব সাইটে ও অধিদপ্তরের HRMIS সফট ওয়ারে হালনাগাত করণ [৩.৫.১] তথ্য বাতায়নে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য হালনাগাতকৃত অধ্যক্ষ ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও য়েব সাইটের রিপোর্ট
[৪.১] ইনহাউজ প্রশিক্ষণ প্রদান। [৪.১.১] প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ ও প্রশাসনিক কমিটি নোটিশ/ প্রশিক্ষণ সিডিউল/ অংশগ্রহন কারীদের হাজিরা
[৪.১.২] প্রশিক্ষন প্রাপ্ত কর্মচারী অধ্যক্ষ ও প্রশাসনিক কমিটি নোটিশ/ প্রশিক্ষণ সিডিউল/ অংশগ্রহন কারীদের হাজিরা
[৪.২] ছাত্র ছাত্রীদের শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ প্রদান। [৪.২.১] ছাত্র ছাত্রীদের শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ প্রদানকৃত। অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান শিল্প কারখানায় ক্তজন ছাত্র ছাত্রী বাস্তব প্রশিক্ষণ নিয়েছে তার সামারি শিট
[৪.৩] কারিগরি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি - কলেজ লিংকেজ বৃদ্ধি [৪.৩.১] সমঝোতা স্মারক স্বাক্ষরিত অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান স্বাক্ষরিত সমঝোতা স্মারকের তারিখ, প্রতিষ্ঠানের নাম, সমঝোতা স্মারকের উদ্দ্যেশ্য, চুক্তির মেয়াদ সমঝোতা স্মারকের ফলে সুবিধাভোগী ছাত্রছাত্রীর সংখ্যা উল্ল্যেখ পূর্বক সামারি শীট।
[৪.৪] চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব বাজারের উপযোগী ল্যাব / ওয়ার্কসপ আধুনিকরণ [৪.৪.১] ল্যাব / ওয়ার্কশপের সংখ্যা অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান আধুনিকায়নে ক্রয় কৃত যন্ত্রপাতির তালিকা, আধুনিকায়ন কৃত ল্যাব ও ওয়ার্কশপের ছবি।


সংযোজনী ৩: অন্য অফিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচকসমূহ

কার্যক্রম কর্মসম্পাদন সূচক যেসকল অফিসের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অফিসের সাথে কার্যক্রম সমন্বয়ের কৌশল
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ আয়োজন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,গৌরীপুর পত্র আদান - প্রদান ও সরাসরি যোগাযোগ
শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় অনলাইন
কারিগরি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি - কলেজ লিংকেজ বৃদ্ধি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পত্র আদান - প্রদান ও সরাসরি যোগাযোগ
ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কিলস কম্পিটিশন/ উদ্ভাবনী মেলা/ ডিজিটাল মেলা/ উন্নয়ন মেলা/ বিজ্ঞান মেলায় অংশ গ্রহন। ছাত্র ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্কিলস কম্পিটিশন/ উদ্ভাবনী মেলা/ ডিজিটাল মেলা/ উন্নয়ন মেলা/ বিজ্ঞান মেলায় অংশ গ্রহনকৃত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,গৌরীপুর পত্র আদান প্রদান ও যোগাযোগ
ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের লক্ষ্যে জব ফেয়ার আয়োজন এবং অংশ গ্রহন। জব ফেয়ার আয়োজিত / অংশ গ্রহনকৃত
পত্র আদান প্রদান ও সরাসরি যোগাযোগ